শামসুজ্জুহা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় প্রতিবেশী ভাতিজার ছুরিকাঘাতে নিহত তানজিনা আক্তরের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল শুক্রবার বিকেলে শহরের গোয়ালপাড়া এলাকায় তানজিনার পুরাতন বাড়িতে যান জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। তিনি নিহত তানজিনার বাবা আব্দুল হামিদকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, পৌর আ’লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম তানজিনা হত্যাকান্ডের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্থায় তানজিনার মৃত্যু হয়। গত ২০ জুন শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স তানজিনা ওই হামলার শিকার হন। তিনি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ার আবদুল হামিদের মেয়ে।