এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ভাইদের হাতে ভাই খুন। একই পরিবারের উভয় পক্ষের ৬জন গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কামরুজ্জামান অরফে পালানু চৌধুরীর মৃত্যু হয়। রবিবার (৯ জুলাই/২৩) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি একই এলাকার মরহুম হারেসুল ইসলাম চৌধুরীর ছেলে কামরুজ্জামান চৌধুরী অরফে পালানু (৪০)। নিহতের স্ত্রী আশরাফুন নেহার চৌধুরী বলেন, জমি ....