নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪। তফসিল চলতি নভেম্বরে ঘোষিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের দিনক্ষন গননা শুরু হয়েছে। সময় যত ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ বেড়েই চলছে, মাঠের উত্তাপ ততই বাড়ছে। নেতাকর্মী ও ভোটারদের মাঝে আলোচনা চলছে এখন প্রতিটি গ্রামে, হাটে বাজারে, রাস্তায় মোড়ে, চায়ের দোকানে। মনোনয়ন প্রত্যাশীরা উন্নয়ন শোভাযাত্রা, যুব সমাবেশ ও নারী সমাবেশে, তারুন্য সমাবেশের মধ্য দিয়ে বিশাল শো-ডাউন করেছে। এতে উপস্থিত হয়েছে হাজার হাজার নেতাকর্মী। সমাবেশের মাঠগুলো কানায় কানায় ভরে যায়। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগনের মাঝে প্রচারের লক্ষ্যে পোস্টার, ....