logo

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

Published:23 Jan 2020, 09:25 PM

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

আকাশ ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, , অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক পইম উদ্দীন আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম,সহকারী শিক্ষক ধজিবুল ইসলাম, সুলতানা রাজিয়া, তারা মোহন বর্মন, জরিফ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল মজিদ প্রমুখ। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্র আল আমিন সাব্বির, নিলয়, ৯ম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুস সালাম ও ছাত্রী মনিরা বেগম প্রমুখ। অনুষ্ঠান বাংলা ও ইংরেজি ভাষায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী আতেফ আরমান ও হিমা রাণী দেব। জানাগেছে উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়গুলো আনুষ্ঠানিকতার মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিচ্ছে ।


© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com