রাণীশংকৈল( ঠাকুরগাও) ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের কলেজপাড়ায় একটি ছাত্রীনিবাসে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টার দিকে সীমা রায়( ২০) নামে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে পাটাতনের শরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। সীমা হরিপুর উপজেলার মালিপাড়া চৌরঙ্গী গ্রামের নিখিল চন্দ্র রায় ও ভারতী রায়ের মেয়ে। সে রাণীশংকৈল ডিগি কলেজে স্নাতক ২য় বর্ষের ছাত্রী ছিল। পাশাপাষি সে নোভা ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকুরি করতো। সে কলেজ পাড়ার ইউনুস পিওনের বাড়িতে ছাত্রীনিবাসে ভাড়া থাকতো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি আব্দুল মান্নান ঘটনাকে আত্মহত্যা মর্মে নিশ্চিত করেন। আত্মহত্যার কারন জানা যায় নি।