নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে ইসলামি রিলিফ বাংলাদেশের সুফল প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মীদের সাথে অধিকার ও অর্থনৈতিক দলের নের্তৃবৃন্দের সাথে সর্ম্পক উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ ফেরদৌস আক্তার, এলিজা আখতার, ইসলামি রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও শাখার কর্মকর্তা আব্দুল হাই আরিফ প্রমূখ।
অতি দরিদ্র জনগণ যাতে সহজে স্বাস্থ্য সেবা পায় এজন্যই ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সেবাই নিয়োজিত কর্মীদের নিয়ে এমন সভা করছে ইসলামি রিলিফ বাংলাদেশ।