• weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০%
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলা সামগ্রী বিতরণ

প্রকাশিত : ২০২৪-০৭-১০ ১৭:৫১:৩০
photo

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ হতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সেট, স্প্রে মেশিন এবং গবাদী পশুর টিকা ও কৃমি নাশক ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মামিনুল ইসলাম ভাষানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এর সভাপতিত্বে সহকারূী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল হক। অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়ন পরিষদে ৮টি আইপিএস বিতরন এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ৮০টি ফুটবল, মাধ্যমিক পর্যায়ে ৪০টি ভলিবল ও ২৫টি ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে।  


© ঠাকুরগাঁও ৭১

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com