• weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪%
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাকেল বিতরণ

প্রকাশিত : ২০২৪-০৭-১০ ১৭:৪৯:৩৯
photo

নিজস্ব প্রতিবেদক:  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রধান মন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচী ২০২৩-২৪ অর্থ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমতল (বসবাসরত) ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মামিনুল ইসলাম ভাষানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে প্রাথমিক পর্যায়ে ১০ জনকে ২৫ শ করে ২৫ হাজার টাকা, নি¤œ মাধ্যমিক পর্যায়ের ৬ জনকে ৬ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা, কলেজ পর্যায়ের ৩ জনকে ৯ হাজার ৫ শ করে ২৮ হাজার ৫ শ টাকা মোট- ৮৯ হাজার ৫ শ টাকা সহ মোট আরো ২ জন ছাত্রীর মাঝে ২টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 


© ঠাকুরগাঁও ৭১

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com