• weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৩%
  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে মোবাইল ফোনে জুয়া, আটক ৮

প্রকাশিত : ২০২৩-০৯-১১ ২১:৫১:১৯
photo
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের পশ্চিম কাদশুকা গ্রামের জৈনেক মাঝহারল ইসলামের দোকানের সামনে মোবাইল ফোনে জুয়া খেলার অভিযোগে আট জনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুওসুও ইউনিয়নের পশ্চিম কাদশুকা গ্রামের মাঝহারুল ইসলামের দোকানের সামনে এ অভিযান চালায় পুলিশ।
আটকরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা লালাপুর গ্রামের মরহুম বাহা উদ্দীনের ছেলে আব্দুল আলী (৬৩),  নুর ইসলামের ছেলে শামীম রানা (২২), মোজাম্মেল হোসেনের ছেলে মিঠুন (২৮), পশ্চিম কাদশুকা গ্রামের মরহুম সলেমান আলীর ছেলে তাইজ উদ্দীন (৪২), মরহুম আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন (৪২) ও আমজাদ আলী (৩৫), আব্দুস সোবহানের ছেলে খাদেমুল ইসলাম (৩০) ও ফুটানী গ্রামের ফয়জুল হকের ছেলে
ফরিদ হোসেন (২৫)।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, দুওসুও ইউনিয়নের পশ্চিম কাদশুকা গ্রামের  জৈনেক মাঝহারুল ইসলামের দোকানের সামনে ডিজিটাল ডিভাইসে জুয়ার অ্যাপ ডাউনলোড করে জুয়া খেলার সময় আট জনকে আটক করা হয়।
ওসি বলেন, আটককৃতরা বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে জুয়ার অ্যাপ ডাউনলোড করে দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিলেন। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকায় বিভিন্ন প্রকার চুরি ও অন্যান্য অপরাধের মাত্রা বৃদ্ধি পায়।
আটকদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ মাহাফিজুর রহমান, উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com