• weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৩%
  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২০২৩-০৯-১৪ ২১:১৫:২৪
photo
এ, কে আজাদ: কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এক দফা আন্দোলন সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী পাইলট  মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেছেন, একদফা আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে একদফা আন্দোলনে ঝাপিয়ে পড়ে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।
গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মির্জা ফয়সাল আমিন।
মির্জা ফয়সাল আমিন বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি এখনো অটল আছে জানান, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করতে হবে দাবি মেনে নিতে।
জাতি সরকারকে সরাতে চায় উল্লেখ করে তিনি বলেন, “এখন জাতির সামনে কোন বিতর্ক নেই। একটাই লক্ষ্য যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্খার যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি।”
জনগণের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণ একটা দাবি পরিষ্কার করে বলে, হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবেন না। এটা সাধারণ মানুষের কথা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা। তিনি বলেছেন,
পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করা হবে। বিএনপির চলমান আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির সামনে এখন একটাই পথ; আর সেটা হলো এই সরকারকে সরানো।
সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে, সরকারের পেছনে আজরাইল চলে এসেছে। দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।’
ক্ষমতাসীনরা সাজা দিয়ে মাঠ খালি করে নির্বাচন করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘১ হাজার ৩৭৫টি মিথ্যা মামলায় সাজা দিয়ে নেতাকর্মীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় সরকার। তা কোনদিন দেশের জনগণ মেনে নিবেনা।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ফাহিম উদ্দীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউপির সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী।
এসময় বক্তব্যে রাখেন- উপজেলা বিএনপির সহ সভাপতি মিঞা সাইফুল্লাহ বিএসসি, ডা: তোফাজ্জল হোসেন তোফায়েল, রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খাঁন, সাধারন সম্পাদক ড. টি এম মাহাবুবর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকদলের সভাপতি ইউসুফ আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াস আলী,পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম,আমজানখোর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান, ভানোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান, বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সবুর, বড়পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, সভাটি উপজেলা জাসাস'র সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনা করে। সভার শুরুতেই কোরআন থেকে তালোয়াত ও দোয়া পাঠ করেন উপজেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাওলানা হাসান আলী।

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ মাহাফিজুর রহমান, উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com