• weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৩%
  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে বিএনপির বর্ধিত সভার ডাক দিয়েছে

প্রকাশিত : ২০২৩-০৯-১৩ ১৭:৪১:৪২
photo
এ, কে আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা শাখা কমিটির উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর/২৩) বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভার ডাক দিয়েছেন।
গত মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম ও সাধারন সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমানের যৌথ স্বাক্ষরিত একই চিঠিতে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে বর্ধিত সভার ডাক দেয়।
বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত থাকবেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি কমিটির সকল সদস্যবৃন্দ।
এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা শাখা বিএনপির নেতৃবৃন্দ কমিটির সকল সদস্যদের মাঝে চিঠি দিয়ে ও মুঠোফোনের মেসেজ বার্তার মাধ্যমে অগ্রীম জানিয়েছেন।
এই বর্ধিত সভা ডাকা হয়েছে দলের সকল নেতা-কর্মীদের সু-সংগঠত ও ঐক্যবদ্ধ হয়ে দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও সফল করার লক্ষে বর্ধিত সভার ডাক দেওয়া হয় বলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ জানিয়েছেন।

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ মাহাফিজুর রহমান, উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com