• weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৩%
  • শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত : ২০২৩-০৭-০৩ ১৯:৪২:২০
photo
বালিয়াডাঙ্গীতে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিঃ বালিয়াডাঙ্গী শাখার সার্বিক সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএসসি, পেন্সিপাল অফিস ঠাকুরগাঁওয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইয়েদ শাহজালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার বিপুল কুমার।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের যুগ্ম পরিচালক ব্রজেন্দনাথ রায়।
সহকারী আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সহকারী আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের উপপরিচালক সাজেদুল ইসলাম।
ও সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক (সিনিয়র পিন্সিপাল অফিসার) আব্দুল হাকিম এর সঞ্চালনায় ওয়ার্কশপে আরো বক্তব্য রাখেন- চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পাড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, লাহীড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাডভোকেট জিল্লুর রহমান, কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হযরত আলী, মুক্তিযোদ্ধা মকসেদ আলী, সোলেমান আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বালিয়াডাঙ্গী থানার এস আই আশরাফুল ইসলাম, রতন চন্দ্র, রবিউল ইসলাম, উজ্জল চন্দ্র, সাংবাদিক আব্দুস সবুর, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ মাহাফিজুর রহমান, উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com