প্রেস-বিজ্ঞপ্তি
র্যাব ১৩, দিনাজপুর কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত ০১ জন আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলাধীন আশুলিয়া থানার একটি চাঞ্চল্য কর ধর্ষন মামলার একজন আসামী দিনাজপুর জেলাধীন ফুলবাড়ী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল ০৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন বেদ দিঘী এলাকা হতে বর্ণিত ধর্ষন মামলার আসামী ধর্ষক মোঃ আসাদুজ্জামান রকি (২৫), সাং- নওপাড়া, থানাঃ হাকিমপুর, জেলাঃ দিনাজপুরকে আতœগোপন কৃত অবস্থায় গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ধর্ষনের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষে সে উক্ত এলাকায় আতœগোপন করে ছিল মর্মে জানায়। উল্লেখ্য যে, গত ১৪/৩/২০২২ ইং তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া বাজার এলাকাস্থ উক্ত আসামীর খালি বাসায় গ্যাসের চুলায় সমস্যার কথা বলে একই বিল্ডিংয়ের প্রতিবেশী তথা ভিকটিমকে দেখার জন্য ডেকে এনে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত আলোচিত ধর্ষন মামলার ঘটনার বিষয়টি বিভিন্ন সোস্যাল মিডিয়াসহ ও স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যেও সৃষ্টি করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।