• weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯%
  • রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
img

"বাহে, এই বাদলা দিনে বাড়িত থাকতে মন চাহে না"

প্রকাশিত : ২০১৯-০৭-২০ ২২:৫৮:৪৯
photo

নিজস্ব প্রতিবেদক: চোখের পলকে বিজলীর ঝলকানিতে মেঘমেদুর রিমঝিম বৃষ্টি বাংলার প্রকৃতিকে করে তোলে সজীব। কখনো ইলশে গুড়ি বৃষ্টি, কখনো বা এক পশলা বৃষ্টি। কখনো মুষলধারে বৃষ্টি। আর মায়াময় এই বাদলা দিনে এখন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার নদ-নদী, খাল বিল ও নিম্নভূমি গুলিতে ধুম পড়েছে মাছ ধরার উৎসবে।
.
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন, কুলিক, তীরনই, নাগর নদী এবং গাঁয়ের আশপাশের খাল বিল ও নিম্নভূমি গুলি এখন পানিতে ভরে উঠেছে। যেখানে রিমিঝিম বৃষ্টিতে ভিজে ভিজে গাঁয়ের শিশু কিশোর ও যুবকরা মাছ ধরে অতি হাসি আনন্দেই।
.
আজ সকালের দিকে, আমরা কয়েকজন বালিয়াডাঙ্গীর তীরনই ও নাগর নদীর তীরবর্তী এলাকাগুলিতে বেড়াতে বের হয়েছিলাম বাংলার প্রকৃতির টানে। নাগর নদীর এক বিলে টুপুর টাপুর বৃষ্টিতে কথা হচ্ছিলো ৬০ বছরের বৃদ্ধ হাকিমের সাথে। তিনি বলছিলেন- "বাহে, এই বাদলা দিনে বাড়িত থাকতে মন চাহে না। দেশী মাছ ধরার হউশটাই আলাদা। বাড়িতে তরকারিও হবে, আর কিছু মাছ হাটে বেচতে পারবো।
.
অর্থাৎ বলা যায়, এই বৃষ্টির দিনে এখন যে গ্রামীণ মধুময় ছবি গুলি চোখে পড়ে তা শহুরে মানুষদের জন্য সত্যিই রোমাঞ্চকর।

© ঠাকুরগাঁও ৭১

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com