• weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯%
  • রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং

প্রকাশিত : ২০১৯-০৮-১৫ ২৩:৩১:৫৬
photo

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের আয়োজনে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন এর সহযোগীতায় দিনব্যাপী এক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের, এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, ৮নং বড়বাড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আবু সাত্তার বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা ও স্থানীয় নেতাকর্মী বৃন্দ।


বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের পরিচালক এবং সদস্যগণ জানান, এই সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার মানুষদের বিনামূল্যে ব্লাড গ্রুপিসহ রক্তদানে সহায়তা করে আসছেন। এ কাজে স্থানীয় এমপি মহোদয়কে পেয়ে তারা গর্বিত।


© ঠাকুরগাঁও ৭১

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com