• weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯%
  • রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
img

হরিপুরে হিট স্টকে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ২০২৪-০৪-২৯ ১৯:৫৭:২২
photo
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্টকে লতিফা বেগম (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 
সোমবার দুপুরে উপজেলার সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লতিফা বেগম ওই উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী। দেবর ইলিয়াস আলীর পরির্বতে ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ করছিলেন লতিফা। 
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের বলেন, অভাবের তাড়নায় ওই মহিলা তার দেবর ইলিয়াস আলীর পরির্বতে শ্রমিক হিসেবে ৪০ দিনের কর্মসূচির মাটি কাটার কাজ করতে এসেছিলেন। অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্টকে জ্ঞান হারিয়ে সে ঘটনা স্থলেই মারা যান। এ সময় তিনি আরো বলেন, এ কর্মসূচির কাজে কারো পরির্বতে কেই কাজ করতে পারবে না। শ্রমিকদের প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরির্বতে মহিলা কি ভাবে হাজিরা দিয়ে কাজ করছিল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

© ঠাকুরগাঁও ৭১

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com