• weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯%
  • রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
img

বালিয়াডাঙ্গী সীমান্তে নিহত সেই বাংলাদেশীর লাশ ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত : ২০২৪-০৭-০৭ ১২:৪১:০৫
photo
এ, কে আজাদ :ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নাগরভিটা সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত বাংলাদেশী সেই রাজু মিঞার লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাণীসংকৈল উপজেলার জগদল বিওপি সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ হস্তান্তর করা হয়। ঘটনার ১দিন পর শনিবার রাত ৮টায় রাজু মিঞার লাশ পেয়ে তাঁর পরিবারের সদস্যরা কান্নায় আহাজারি করতে থাকেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতের দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা বিওপি সীমান্তের ৩৭৬/৫ এস নম্বর পিলারের কাছাকাছি ভারতীয় ১৫২ কিশানগঞ্জ ব্যাটালিয়নের তিলগাঁও ক্যাম্পের বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন বাংলাদেশী গরু ব্যবসায়ী রাজু মিয়া। পরে বিএসএফের সহযোগিতায় গোয়ালপুকুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ
শনিবার রাত ৮টায় জগদল সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত রাজুর লাশ ফেরত দেয়।
এসময় উপস্থিত ছিলেন উভয় দেশের কোম্পানি কমান্ডার ও থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তাগণসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ। পরে বালিয়াডাঙ্গী থানার এসআই জাবেদ আলী নিহতের বাবা হবিবর রহমান হবির কাছে লাশ হস্তান্তর করেন।
বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তানজীর আহম্মদ বলেন, বিজিবি ও বিএসএফের সমন্বয়ে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনায় শুক্রবার বিকেলে জগদল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

© ঠাকুরগাঁও ৭১

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০
ইমেইল : info@thakurgaon71.com